Home / স্বাস্থ্য / এই শীতে একটি উপাদানেই সারবে সর্দি-কাশি ও গলাব্যথা

এই শীতে একটি উপাদানেই সারবে সর্দি-কাশি ও গলাব্যথা

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম রোগের ঝুঁকি বেড়ে যায়। এই সময় ঠাণ্ডা, জ্বর-সর্দি-কাশিতে ভোগেন ছোট থেকে বড় সবাই। যা খুবই যন্ত্রণাদায়ক। তাইতো এসব রোগ থেকে বাঁচতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে

আমাদেরও সাবধান হওয়া জরুরি।

দেখা যায়, সামান্য অসুস্থ হলেই দ্রুত সেরে ওঠার জন্য অনেকেই মুঠো মুঠো ওষুধ সেবন করেন। মাথায় রাখুন, যেকোনো অসুখ হলেই তা প্রথমে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলার চেষ্টা করুন। তেমনই একটি প্রাকৃতিক উপাদান

হচ্ছে মধু। শীত আসতেই ভরসা রাখুন মধুতে।

শুধু সর্দি, কাশি থেকে বাঁচাতেই নয় বরং অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে এই উপাদান। শীতে মধুর উপকারিতা অনেক। তবে এ উপাদানের সবচেয়ে বড় গুণ হলো সর্দি-কাশি নিরাময় করে।

একইসঙ্গে গলা ব্যথাও দ্রুত সারায় মধু। প্রতিদিন সকালে নিয়ম করে তুলসি ও মধু খান, তাহলে আপনার ঠাণ্ডা লাগবেই না। আবার পুরোনো কাশিও সেরে যাবে। এছাড়া ঠাণ্ডা লেগে গলা খুসখুস করলে বা দীর্ঘদিনের কাশি

থাকলেও ভরসা রাখতে পারেন মধুতে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মধু অনেক কার্যকরী। মধুতে থাকা অ্যান্টি অক্সিডেন্টস শরীরের ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। স্মৃতিশক্তি ঠিক রাখতেও সাহায্য করে মধু। এর শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টস মস্তিষ্ককে

সুরক্ষিত রাখে। ফলে স্মৃতিশক্তি ঠিক থাকে।

Check Also

ফোসকা পরলে করনীয় কি? সাবধানতা অবলম্বন করুন।

অনেক সময় আমাদের শরীরে নানান কারনে ফোসকা পরে বা পরতে দেখা যায় আর সেটা উঠার …

Leave a Reply

Your email address will not be published.