Breaking News
Home / ইসলাম / কুমিল্লায় মন্দিরে ‘কোরআন অবমাননার ঘটনায়’সারাদেশে বিজিবি মোতায়েন!…

কুমিল্লায় মন্দিরে ‘কোরআন অবমাননার ঘটনায়’সারাদেশে বিজিবি মোতায়েন!…

কুমিল্লায় মন্দিরে ‘কোরআন অবমাননার ঘটনায়’ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ দুপুর পর্যন্ত ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের চাহিদায় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় সুশৃঙ্খলতা বজায় রাখতে সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) থেকেই কাজ শুরু করেছে তারা। রাজধানীতে মোতায়েন করা হয়েছে কি না জানতে চাইলে লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে।

মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

সারাদেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

সূত্রঃদৈনিক ইনকিলাব

Check Also

কুমিল্লা কান্দিরপাড় পূজা মণ্ডল সর্বশেষ সেখানকার পরিস্থিতি দেখুন ভিডিওটিতে।

বেশকিছু ভিডিও ভাইরাল হয় যেখানে আমরা দেখতে পাই অনেকের অবাক করা কিছু ঘটনা। এই সমস্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *