














হাতের অলংকার এর মধ্যে অন্যতম একটি অলঙকার হলো আংটি যেটিকে হাতের আঙ্গুলে পরা হয়ে থাকে । কিন্তু এই আংটির দাম হতে পারে ৮০ লাখ মার্কিন ডলার বিষয়টা অবিস্বাস্য হলেও সত্যি।















পৃথিবীতে বহু ধরনের অলঙকার রয়েছেন যাদের মধ্যে রয়েছে স্বর্ণ অলংকার, রুপা , হীরা ইত্যাদি আর এদের মধ্যে সবচেয়ে দামী অলংকার টি হলো হীরা যা সবচেয়ে দামী একটি ধাতু বলে গন্য করা হয়।















তেমনি একটি হীরার আংটি কে বিশ্ব নিলাম এ তুলেছে বিশ্ববিখ্যাত নিলাম খ্যাত প্রতিষ্ঠান সদবি ।৮০ ক্যারেট এর এই আংটি টির মূল্য ৮০ লাখ মার্কিন ডলার উঠবে বলে ধারনা করেছিলেন তারা।















কিন্তু এই আংটি টা রয়ে গেলো অবিক্রিত কেউ এর দাম বলেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি । কি জন্য এর দাম উঠলোনা সেটি কি এই দামের জন্য নাকি অন্য কিছু তা বলতে পারছেন না সংশি্লষ্টরা।
তবে তারা জানিয়েছেন এই রকমের হীরার আংটি পৃথিবী জুরে রয়েছে মাত্র ২% তাই এর মূল্য আকাশচুম্বী বলে জানিয়েছেন তারা।