














বৃষ্টির মাঝেই শুরু হয় রাজধানী বাসির সকাল কর্মবাস্ত্য সকালের মধ্যে দিয়ে হঠাৎ করে শুরু হয় আকস্মিক ঝর ঝাপটা আর পশলা সমেত বৃষ্টি আর এই বৃষ্টি হতে না হতেই শহরের রাস্তা ঘাটে শুরু হয় নানান সমস্য আর জটিলতা।















জলাবদ্ধততার কারনে বৃষ্টির পানি জমে রাস্তায় চলে আসে পানি আর কষ্টকর হয়ে পরে কর্মব্যাস্ত শহরের কর্মিকরা। রাজধানীতে সকাল থেকে বৃষ্টি সহ কোথাও কোথাও শিলা বৃষ্টিও হয়েছে।















আবহাওয়া অফিস জানায় দেশের ৭ টি জেলার উপর দিয়ে ঝরের আভাস রয়েছে সেক্ষেত্রে তাপমাত্রা ২ ডিগ্রী কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানায়। এ ছারা কোথাও কোথাও শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।















রাজধানলি মিরপুরে উঠে এসেছে বৃষ্টির রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে কর্মজিবী ও শ্রমজিবী মানুষদের। কর্মস্থলে পৌছানোর জন্য সবাই ঘর েথেকে বের হয়েছে ঠিকি কিন্তু কেউ পাচ্ছেনা বাস বা রিকশা।
যদিও রিকশা পাওয়া যায় তারপরেও ভাড়া দ্ধিগুন রাজধানী বাসির দাবি তারা এই ভোগান্তিতে কিছুদিন পরপর পরে আর এ সমস্যার কোনো সমস্যা তারা দেখছেনা বলে দাবি তাদের এই ভোগান্তি যে দীর্ঘমেয়াদি হবে তা আর বলার অপেক্ষা থাকেনা।