














লালমনিরহাটের সদর উপজেলায় শেকল ছিঁড়ে তাণ্ডব চালিয়েছে মাহুতের একটি হাতি। রোববার দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়নের তিন মাইল এলাকায় তাণ্ডব শুরু করে হাতিটি।















স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই গাইবান্ধা-নাকাইহাট সড়কে হাতিটিকে দিয়ে পথচারি ও দোকান ঘুরে চাঁদা আদায় করছিল একজন মাহুত। হঠাৎ করে হাতিটি শিকল ছেড়ে মাহুতের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।















মুহূর্তে রাস্তার পাশের ধানের জমিতে ছুটতে শুরু করে হাতিটি। এতে নষ্ট হয় অনেকে ফসলি জমি। খবর পেয়ে হাতিটিকে বাগে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ কর্তৃপক্ষ।















চাদা তুলা কি ঠিক হাতি দিয়ে নাকি এটা কোনো ব্যাবসা হিসাবে নিয়েছে মাহুতরা হাতি নিয়ে বের হয়ে ঘুরে ঘুরে সাধারন মানুষের থেকে চাদা তুলছে তবে এখন যে ফসলি জমি নষ্ট করছে তার হিসেব কে দিবে।