














তিনদিন সরকারী ছুটি কাটানো পর আবারো তীব্র যানযটের মুখোমুখি রাজধানীবাসী, রাজধাীর বিমানবন্ধর রোড ধানমন্ডি আর প্রায় সকল রোডেই রয়েছে টানা যানযট আর এই ভোগান্তির মুখে পরে অতিষ্ট আবারো রাজধানী বাসিরা।















যদিও স্টার সানডে উপলক্ষে বন্ধ আছে স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ। ক্ষিলক্ষেত থেকে রাজধানীর শ্যামলীতে যেতেও পারছেননা মানুষ ২ ঘন্টা ধরে বাসে বসে থেকেও ।















রাজধানীর বনানী এলাকা থেকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়ি এক জায়গায় দাড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা এমনটা যে শুধুমাত্র সিগনাল এর কারনে দাড়িয়ে আছে সেটা বলার কোনো অবকাশ নেই ।















যাত্রীদের সাথে কথা বলে জানা যায় যে জায়গাটা তাদের গন্তব্য পৌছাতে ২০ থেকে ২৫ মিনিট লাগে আজকে সে জায়গা তে ১ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তারা তাদের নির্দিষ্ট সেই গন্তব্য পৌছাতে পারেনি বলে জানায় তারা।