














চুয়াডাঙ্গায় ইউএনও সেজে অভিযান চালিয়ে, জরিমানা আদায়ের সময় রিন্টু মল্লিক নামে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। দুপুরে সদরউপজেলা ঝিকেদেহ এলাকা থেকে তাকে আটক করেছে স্থানীয় পুলিশ।















নিজেকে ইপজেলা পরিষদ নির্বাহী অফিসার হিসাবে পরিচয় দিয়ে ভিবিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান থেকে চাদা বা জরিমানা আদায় করতেন রিন্টু মল্লিক নামে এই ব্যাক্তিটি ।একসময় একিট খাবারের দোকানে জরিমানা করে ২০০ টাকা।















পরে আরেকটি মিষ্টি দোকানের সামগ্রী বিনিষ্ঠ করে পরে এলাকাবাসীর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় জনগন পরে একসময় সবাই মিলে গনধোলাই শুরু করে উপস্থিত জনতা।















পরে স্থানীয় প্রসাসন পুলিশ কে ফোন করার পর ঘটনাস্থল থেকে থাকে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। এমন সব কর্মকান্ড করে বেড়ানো ছিলো রিন্টু মল্লিক এর পেশা বটেই।
পুলিশ জানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের পরে তাকে আদালতে সপোর্দ করবে বলে জানিয়েছেন তারা।