














স্বামী কে সাহায্য করতে কোন স্ত্রী না চাইব তাই যাই কিছু হয়ে যাক আগে স্বামীর সহোযোগিতা এমনি এক ঘটনা ঘটলো ঝালকাঠিতে, ঝালকাঠিতে স্বামীর পরীক্ষায় প্রক্সি দেয়ায় স্ত্রীকে একবছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি মারিয়া রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।















বুধবার ভ্রাম্যমান আদালত এই নির্দেশ দেন বুধবার ঝালকাঠি মহিলা কলেজ কেন্দ্রে চলমান অনার্স ২য় বর্ষ পরীক্ষায় অংশ নেয় ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমান তার নাম।















তবে ইংরেজি পরীক্ষার সময় মতিয়ার রহমানে পরিবর্তে অংশ নেয় তার স্ত্রী মারিয়া রহমান পরে বিষয়টি ভ্রাম্যমান আদালতের কাছে ধরা পরলে মারিয়াকে এক বছরের কারাদন্ড দেয়া হয়।















তারপর বহিস্কার করা হয়েছে অনার্স ২য় বর্ষের পরিক্ষার্থী মতিয়ার রহমানকে। এমনটা করা কি আসলেই উচিৎ কিনা তা তাদেরকে জিজ্ঞাসা করা হলে কোনো উত্তর মেলেনি তাদের কাছ থেকে।
ভবিষ্যৎ এ যেনো এমনটা কেউ না করতে পারে সেজন্য মারিয়া মতিয়ার দুই স্বামী স্ত্রিকে এই শাস্তি দিয়েছেন ভ্রাম্যমান আদালত।