Home / অন্যান্য / সংক্রমন কমলে খুলে দেয়া হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

সংক্রমন কমলে খুলে দেয়া হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

দুপুরে রাজধানীর মতিঝিলে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানান করোনার সংক্রমন কমে গেলেই খুলে দেয় হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং চলবে সকল কার্যক্রম নিয়মিতভাবে ।

এছারাও তিনি আরে বলেন শিক্ষা প্রতিষ্ঠানে আরো চালু থাকবে অনলাইন ক্লাসেএবং তা চলবে নিয়মিত ক্লাস করানো হবে। এছারাও চালু থাকবে এসাইনম্যান্ট পদ্ধতি ।

এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যথাসময়ে তিনি আরো বলেন প্রতিষ্ঠান বন্ধের কারনে কোনো শিক্ষার্থী এখনো ঝরে পড়ার মতো অবস্থা হয়নি নিশ্চিত করে বলেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি।

তিনি আরো বলেন এ সিদ্ধান্ত আমরা ভেবে চিন্তেই নিয়েছি আমরাও যে তেমন ‍খুশি সেটাও না আসলে যেখানে যেটা সম্ভব হবে সেখানেই আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের পাঠদান করতে।

যেখানে অনলাইন ক্লাস করানো সম্ভব হবে সেখানে আমরা অনলাইন ক্লাস করাবো আবার যেখানে অনলাইন না এসাইনমেন্ট সম্ভব সেখানে এসাইনমেন্ট দেয়া হবে।

Check Also

শেকল ছেরে হাতির তান্ডব ফসলি জমির ক্ষয়ক্ষতি।

লালমনিরহাটের সদর উপজেলায় শেকল ছিঁড়ে তাণ্ডব চালিয়েছে মাহুতের একটি হাতি। রোববার দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়নের তিন …

Leave a Reply

Your email address will not be published.