














সোস্যাল মিডিয়াকে কেন্দ্র করে অনেকেই হিরো আবার অনেকেই হয়েছে জিরো যারা হিরো হয়েছে তাদের মধ্যে রয়েছে ভালো আবার খারাপ যে যার প্রতিভা দেখিয়ে কেরে নিয়েছে নিজের সেরা জায়গাটা।















কেউ কেউ খেলায় কেউ কেউ পড়াশুনা আবার কেউ কেউ বিনোদনের জগতে নিজেকে নিয়ে গেছে একধাপ এগিয়ে ।তাদের মধ্যে রান্না করে সেরা হয়েছে এমন মানুষও কম নয় তাদের কে চিনে না সোস্যাল মিডিয়ায় এমন মানুষ খুব কম আছে।















বলছি ইউটিউবের সেই বুড়া দাদুদের কথা যারা কিনা বুড়া বয়সে রান্না করে হয়ে গিয়েছে স্টার তাদের কে চেনে না এমন মানুষ খুব দুস্কর তারা রান্না করে সেই রান্নার ভিডিও করে সেটা আপলোড করে সোস্যাল মিডিয়ায় ব্যাস তাতেই কল্লাফতে।















তারা তাদের প্রতিভার জন্য হয়ে উঠেছেন সেরা ,সম্প্রতি তাদের একটি ভিডিও পাবলিশড হয়েছে যেখানে দাদুদের কে আমেরিকার এক প্রবাসি একটা খাসি আর কাপর গিফট করেছে তারা কাপর জামাতো নিজেরা পরেছে।
আর সেই খাসি দিয়ে ভারতীয় স্টাইলে করে নিলো মাটন বিরিয়ানী তারা প্রাকৃতিক পরিবেশেই সুন্দর করে তাদের রান্না কে উপস্থাপন করে একে এক করে রান্না করে তারা নিজেরা খেলো এবং তাদের আশে পাশের গরীব দুখি মানুষদের কে সেই খাবার পৌছে দিলো।
তাদের একাজ নেটিজেনদের মনে খুব সারা দিয়েছে প্রসংসায় ভাসছে দাদুরা তাদের িএমন কাজ সত্যিই ভালো লাগার মতোই।