














জিয়াউল হক পলাশ যাকে আমরা কাবিলা বলেই চিনি বেশীর ভাগ মানুষ পলাশকে খুব কমি চিনে আর ব্যাচেলর পয়েন্টের কাবিলা কে চিনে না এমন মানুষ বা এমন দর্শক খুব কমি আছে ।















জিয়াউল হক পলাশের যেমন রিয়েল লাইফে আছে খ্যাতি অভিনয়ে তার সমান ,রিয়েলিটি আর সোস্যাল প্লাটফর্ম জুরেই কাবিলার জনপ্রিয়তা তুমুল মানুষের কাছে পছন্দের তালিকার একজন অভিনেতা ।















পলাশ একজন ভালো অভিনেতা এবং পরিচালকও বটে তবে সমপ্রতি তাকে ফেসবুকের কাছে রিমেমভারিং করে দিয়েছে সে তার আইডিতে ঢুকতেই পারছেনা বলে জানায় মানে হলো ফেসবুকের কাছে জিবীত কাবিলা কে মৃত বানিয়ে দিয়েছে।















এমনটা হওয়ার কারন ফেসবুক কর্তৃপক্ষকে কে বা কাহারা বলে দিয়েছে যে জিয়াউল হক পলাম মৃত তাই তার একাউন্ট ফেসবুক রিমেমভারিং করে রেখে দিয়েছে । এমন কাজ যারা করেছে তাদের হেদায়েত কামনা করছে পলাশ।
পলাশ আরো জানায় তা ঠিক করার ব্যাবস্থা চলছে , এ নিয়ে তার কোনো হাত নাই যারা করেছে এ কাজটা তারা খুব খারাপ করেছে ।
পলাশ অভিনয়ের পাশাপাশি দর্শকদের উপহার দিয়েছে তার পরিচালিত বেশ কয়েকটি নাটক যার কয়েকটি পেয়েছে অনেক জনপ্রিয়তা তার পরিচালিত শেষ নাটক রেভেন্জ খুব ভালো সারা পেয়েছে।