














দুই জন নয় তিন জন নয় একসাথে একেবারে ৫ জোড়া যমজ সন্তান! গেলো সপ্তাহে বিরল এ কাণ্ড ঘটিয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিলেন সৌদি আরবের এক নারী। সংবাদ টি প্রকাশ করেছেন সৌদি গেজেট।















সৌদির কিং সালমান আউট ফোর্সেস হাসপাতালে ৫ জোড়া জমজ সন্তান জন্মদান করেন ঐ নারী, ৩৪ বছর বয়সী নারী গর্ভধারনের ২৮ সপ্তাহের মাথায় সন্তান প্রসব করেন বলে জানায় ডাক্তার রা।















ডাক্তার রা জানায় সন্তান জন্মদানের পর মা এবং বাচ্চারা পুরোপুরি সুস্থ আছেন তার কোনো সমস্যা নেই এবং বাচ্চাদের ওজন ও ঠিক আছে বলে জানায় তারা ।
তবে বাচ্চাদের ছবি এখনো কোনো গনমাধ্যমে প্রকাশ করা হয়নি বলে জানা গেছে ।