














২০২০ সালের মার্চের পর, করোনার প্রকোপে দিনে চার হাজারের নীচে মৃত্যু দেখলো বিশ্ব। মোট প্রাণহানি ৫৫ লাখ ৫৮ হাজারের কাছাকাছি।















২৪ ঘন্টায় সনাক্ত হয়েছে ১৯ লাখ ৪০ হাজারের মতো সংক্রমণ। যা আরো দুই সপ্তাহের দৈনিক হিসাব এর সর্বনিম্ন সংখ্যা। সংক্রমন শনাক্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির ২ লাখ ৮৮ হাজারের মানুষের দেহে নতুনভাবে সংক্রমন।















মার্কিন মুলুকে প্রাণ হারান ৩৪৬ জন, ফ্রান্সে তুলনা মূলক শনাক্ত হয়েছে পৌনে তিন লাখের উপরে সংক্রমণ। ভারতের টানা চতুর্থ দিনের মতো আড়াই লাখের বেশি মানুষের শরীরে মিললো সংক্রমন।















দেশটিতে ৩৮৮ মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে, রোববার ইতালিতে দেড় লাখের কাছাকাছি সনাক্ত করা হয়েছে করোনা । বিশ্বে মোট 32 কোটি 87 লাখ এর উপরে সংক্রমন।