














নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী নৌকার হয়ে নির্বাচন করেছেন সেলীনা হায়াৎ আইভি আর তার বিপক্ষে লড়েছেন তারিই চাচা তৈমুর তবে গতকালের নির্বাচনে চাচা তৈমুর কে হারিয়ে বিপুল ভোট নিয়ে পাশ করেছেন সেলীনা হায়াৎ আইভি।















পাশ করার পর আনন্দ মিছিল ও রেলি করছেন নৌকা সমর্থন কারীরা ,বিজয়ের পর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র তার নির্বাচনী বিজয় উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য জানিয়েছেন গনমাধ্যমকে ।















তিনি আরো বলেছেন তার বিপক্ষে তারা আপন চাচা লড়েছেন এবং চাচার বিপক্ষে যেহেতু তিনি বিজয়ী হয়েছেন এরকম জবাবে সেলীনা হায়াৎ আইভি বলেন বাবারা সবসময় তাদের মেয়েদেরকে জিতিয়ে দেয়, তার চাচাও তার বিজয়ে নিশ্চিত খুশি হয়েছে।















নারায়ণগঞ্জে বিজয়ী মেয়র আইভীকে শুভেচ্ছা জানাতে বাসার সামনে কর্মী-সমর্থকরা ভিড় করছেন গনমাধ্যম কে জানান আর কিছুক্ষন পরে তিনি তার চাচার বাসায় মিষ্টি নিয়ে যাবেন তার চাচার সাথে দেখা করার জন্য।
তিনি আরো আশা করছেন তারা চাচাও খুশি হবে এমনটাই জানিয়েছেন কর্মীদেরকে।