














মা তো মা হয় যার হাজার স্বাসন ভালোবাসা পেয়ে একটা ছেলে বড় হয় আর সেই ছেলের নিজের পায়ে দাড়িয়ে বাবা মায়ের দায়িত্ব নেওয়া কেনোনা একটা সন্তানকে কতো কষ্ট করে একটা মা বাবা জানে ।















শেরপুরে সত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে ঘাড়ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিয়েছে তার পুত্রবধূ আর নাতি।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও।















প্রত্যক্ষদর্শী জানায় নালিতাবাড়ী শহরের বাসিন্দা দুই ভাই অসীম ও অনুজ গাঙ্গুলীর ভেতর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে শুক্রবার আবারও তাদের মধ্যে বিবাধ শুরু হলে পুত্রবধূ মারধোর করে বৃদ্ধা অন্জলি।















পরে বৃদ্ধাকে তার পুত্রবধূ ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার মাথা ফেটে যায় তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী হাসপাতালে প্রণয়ন করেছে ।এই নিয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়নি পরিবার ।
কেমন মানুষ হলে এমন কাজ করতে পারে তা আমাদের জানা নাই তবে বৃদ্ধ পিতা মাতার প্রতি অযত্ন ও প্রখরতা যেমন নির্মম তেমন অপরাধও তাই সামাজিক যোগযোগ মাধ্যমে সবাই এই বিষয়টির স্বাভাবিক বিচার দাবি করছে।