














কোন নারী ভক্তের সাথে ছবি তোলেন না পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ঠিক কোন কারণে তিনি এমনটা করেন, তাঁকে জিজ্ঞাসা করলে তিনি জানান, নারীদের সম্মান করেন তাই ছবি তোলেন না। এটা তাঁর ব্যাক্তিগত সিদ্ধান্ত।















ক্রিকেট বিশ্বে এখন অন্যতম সুপারস্টার ক্রিকেটারের নাম পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। নারীদের মনেও বিশেষ জায়গা এরই মধ্যে গড়ে তুলেছেন তিনি। বিশ্বকাপ টি-টোয়েন্টি তার অনবদ্য পারফরম্যান্স নজর কেরেছিলো বিশ্বের ক্রিকেট ভক্তদের।















তখন থেকেই শুরু হয় বিভিন্ন গবেষণা অনেক তথ্য উঠে আসে তার ব্যাপারে। কখনো তার ধার্মিক জীবন বা কোথাও খেলতে গেলে গেলে তার ভালোবাসার বালিশ সাথে রাখা এবং নানা তথ্য নিয়ে প্রায়ই মজার পাত্র হয়ে উঠেছে।















না এবার সামনে এলো আরো এক তথ্য,কোন নারী ভক্তের সাথে ছবি তুলেন না মোহাম্মদ রিজওয়ান তবে ঠিক কি কারণে নারী ভক্তের সঙ্গে ছবি তোলেন না তিনি সম্প্রতি সেটাই জানালেন মোহাম্মদ রিজওয়ান।
আসলে বিষয়টা লজ্জার বা অন্য কিছু নয় কিছু জিনিস থাকে সবার ব্যক্তিগত কিছু খেলোয়ার এরও ব্যক্তিগত কারণ থাকে।
আমার কাছে নারীদের সম্মান ও মূল্য অনেক বেশি আমি আশা করি এ কারণে মা বোন রা তারা মনঃক্ষুণ্ণ হবেন না । এমনটাই জানালেন রিজওয়ান ।