Home / বিনোদন / এবার করোনায় আক্রান্ত হলো আলোচিত ঢাকাই অভিনেত্রী মিথিলা।

এবার করোনায় আক্রান্ত হলো আলোচিত ঢাকাই অভিনেত্রী মিথিলা।

স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি ও কন্যা আইরা তেহরীম খানের পর করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার (৭ জানুয়ারি) এই অভিনেত্রীর করোনা পজিটিভ এসেছে।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে বিষয়টি জানান মিথিলা নিজেই।তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই করোনার লক্ষণ দেখা দেয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করালে শুক্রবার পজিটিভ রিপোর্ট আসে।মিথিলা জানান, এই মুহূর্তে তার হালকা ঠাণ্ডা ও কাশি ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা হচ্ছে না তার। তবে দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।

চলতি বছরের প্রথম দিন মিথিলার স্বামী সৃজিত মুখার্জির করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। কোভিড পজিটিভ হওয়ার পর বাসায় রয়েছেন তিনি। বর্তমানে মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় রয়েছেন মিথিলা। সৃজিতের পর গত ৫ জানুয়ারি আইরার করোনা পজিটিভ ধরা পড়ে।

স্বামী ও মেয়ে দুজনের কাছ থেকেই আলাদা থেকেছেন মিথিলা। দূর থেকেই তাদের খাবার ও ওষুধ দেওয়া ছাড়াও অনান্য সেবা করছিলেন এ অভিনেত্রী। এমন সময়ে মিথিলা নিজেও আক্রান্ত হলেন।

Check Also

আলিয়া রনবীর কবে বিয়ে করছেন ,তথ্য ফাস।

বলিউডের ক্ষ্যাত এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি হলো রনবীর কাপুর আর আলিয়া ভাট ,প্রায় ‍দুজনকে …

Leave a Reply

Your email address will not be published.