Home / অন্যান্য / জীবিত মুরগির বাচ্চা কে টোপ বানিয়ে ধরে নিলো অনেক মাছ, ভাইরাল ভিডিও ।

জীবিত মুরগির বাচ্চা কে টোপ বানিয়ে ধরে নিলো অনেক মাছ, ভাইরাল ভিডিও ।

সোস্যাল মিডিয়ায় এখনকার জেনারেশনের এমন এক জগৎ যেখানে কোনো কিছ আপলোড করার সাথে সাথে ছরিয়ে পরে পুরো বিশ্বে আর হয়ে যায় ভাইরাল ,সেখানে যেমন ভালো জিনিস আছে আছে মন্দ জিনিসও ।আর তা নিয়ে এই সোস্যাল জেনারেশন তৃপ্ত ।

মাছ নিয়ে যদি কোনো ভিডিও আপলোড করা হয় সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাহলেতো আর কোনো কথাই সব মানুষই তা দেখে আর মিলিয়ন মিলিয়ন ভিউ গেইন করে যায় এই মাছ ধরার ভিডিও ।

তেমনি একটি ভিডিও ইউটিউবে আপলোড হয়েছে যেখানে দেখা যায় ভিন্ন কিছু চিত্র ,মাছ ধরার হাজারটা টোপ থাকলেও মানুষ ইউনিক কিছু খাবার দিয়ে মাছকে আকৃষ্ট করতে চায় কারন মাছ শিকার করার সবচাইতে গুরত্বপূর্ন যে জিনিসটা লাগে সেটা হলো মাছের খাবার বা টোপ ।

যেটা পেলে মাছেরা ছুটে এসে ফাদে আটকা পরে আর চলে আসে শিকারির হাতে ।হয়তো সবাই মাছ ধরার টোপ সম্পর্কে কম বেশ জানি কিন্তু এই ভিডিওটিতে দেখানো হয়েছে যে জিবন্ত ছোট একটি মুরগির বাচ্চা কে রাখা হয়েছে মাছের টোপ হিসাবে ।

আর সেই টোপ ব্যাবহার করে শিকারি দরে নিচ্ছে নানান প্রজাতির দেশীয় মাছ আর সেটা যখনি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড হয়েছে তখনি মিলিয়ন লক্ষ দর্শক তা দেখেছে এবং প্রচুর সারা দিয়েছে ।

এটা মাছ শিকারের অন্যতম একটা বা অবাক করার মতো একটা ব্যাপার বটে ।

ভিডিওটি দে’খুন এখানে ক্লিক করে ।

Check Also

শেকল ছেরে হাতির তান্ডব ফসলি জমির ক্ষয়ক্ষতি।

লালমনিরহাটের সদর উপজেলায় শেকল ছিঁড়ে তাণ্ডব চালিয়েছে মাহুতের একটি হাতি। রোববার দুপুরে রামচন্দ্রপুর ইউনিয়নের তিন …

Leave a Reply

Your email address will not be published.